Answered 3 years ago
খুব সোজা ভাষায় উত্তর দিতে হলে বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য হলো রাঁধুনি এবং কৃষকের মতো। কৃষক ফসল ফলায় আর রাঁধুনি সেই ফসল দিয়ে নানা রকম রান্না করে।
কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার সাধারণ সফ্টওয়ার বানায়। আর সফ্টওয়ার ইঞ্জিনিয়ার সেই সফ্টওয়ার কে কাজে লাগিয়ে নতুন কিছু বানায়। মানে সফ্টওয়ার ইঞ্জিনিয়ারিং অনেক টা ফলিত কম্পিউটার সাইন্সের মতো। একজন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার কেও সফ্টওয়ার ইঞ্জিনিয়ারিং শিখতে হয়। তবে একজন সফ্টওয়ার ইঞ্জিনিয়ারের কম্পিউটার সাইন্সের জ্ঞান না থাকলেও চলে।
hafizakhatun publisher