Answered 2 years ago
সন্দেহ যে কতটা মারাত্মকও ধ্বংসাত্মক আমরা তা কখনও ভেবে দেখি না। ক্ষতি বা ধ্বংস সাধনে সন্দেহ ক্ষমতার দিক থেকে প্রায় আগুনের সমান। আমার কথায় হয়তো আপনারা আশ্চর্য হবেন। কিন্তু এটাই ব্যস্তবতা। যুক্তি আছে বিধায় এ ধারণা বা মতকে অনেকেই সমর্থন করি। এ বিষয়ে নীচে কিছুটা আলোকপাত করছি যাতে আপনাদের সাথে আমি কিছুটা ধারণা শেয়ার করতে পারি। আমাদের জীবনে যত জটিলতার সৃষ্টি হয় তার অর্ধেক জটিলতা শুধু মাত্র সন্দেহ থেকে সৃষ্টি হয়। কত সংসার ভেঙ্গে গেছে। প্রিয়জন, বন্ধু ও আপনজন দূরে সরে গেছে। কত ব্যবসায় ধ্বস নেমেছে এবং কত পরিবারের মাথা যে সন্দেহের কারণে নীচু হয়েছে তার হিসেব নেই।[1]
Rubayat publisher