সত্যিই কি জলপরীর অস্তিত্ব আছে?

1 Answers   11.7 K

Answered 3 years ago

এখন পর্যন্ত "মিথ" এবং "মুভি"তে আছে, এছাড়াও ছোটদের গল্প উপন্যাস ও কার্টুন গুলিতে জলপরীর ব্যাপক উপস্থিতি আছে !

তবে সত্যি বলতে বিজ্ঞানীদের কাছে কোন শক্ত পাকাপোক্ত প্রমাণ নেই, তবে গভীর সমুদ্রে বেশ কিছু সদৃশ্য প্রাণী অবয়ব ক্যামেরাতে ধরা পড়ছে যদিও সেগুলো অস্পষ্ট এবং এর পক্ষে জোরালো প্রমাণ নেই, এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি স্বচক্ষে দেখেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন এবং অনেকে স্বরচিত বইয়ে তার উল্লেখ করেছেন এবং কাল্পনিক গঠন উল্লেখ করেছেন। এই জলপরী আর এলিয়েন এই দুটি বিষয় নিয়ে মানুষের মধ্যে তুমুল আগ্রহ দেখা যায়, যেখানে কিনা এদের অস্তিত্ব নিয়েই মানুষ সন্ধিহান! অথচ বেকার মানুষ এর পিছনে পড়ে আছে, খুবই হাস্যকর !

তবে আমি মন থেকে চাইবো এরকম কোন কিছু সত্যিই না থাকুক ! কারণ দেখা যাবে, সব মানুষই কুঠার নিয়ে নদীর পাশে গাছ কাটতে গেছে জলপরীর কাছ থেকে পুরস্কার নেওয়ার লোভে !!


Rashed Rahaman
rashedrahaman
406 Points

Popular Questions