শেখ হাসিনা কেন বলেছেন মন্দার কথা? পুতিন কি সত্যিই পরমাণু হামলা চালাবে ইউক্রেনে?

1 Answers   2.2 K

Answered 2 years ago

মন্দর কথা কি শেখ হাসিনার মুখ থেকে আপনি প্রথম শুনছেন? যদি প্রথম শুনে থাকেন তাহলে আপনাকে অবগত করছি যে এটা শেখ হাসিনার কথা না, আন্তর্জাতিক মিডিয়ায় এটা বর্তমানে বহুল আলোচিত বিষয়।


ইউক্রেনে পুতিন পরমাণু হামলা চালাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না তবে পুতিনের দেয়ালে পিঠ ঠেকে তিনি কিছু একটা করে ফেলবেন এটা নিশ্চিত।


পরমাণুর হামলা চালানোর দরকার নাই যুদ্ধ চললেই মন্দায় পড়বে পুরো বিশ্ব।


এই যুদ্ধ একমাত্র ইউক্রেন রাশিয়ার শর্তগুলো মেনে নিলেই থামতে পারে অন্যথায় চলতেই থাকবে। রাশিয়া কখনই পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়বে না যদি পুতিন ক্ষমতায় থাকে। অন্যদিকে ইউক্রেনও মনে হয় না রাশিয়ার দেয়া শর্তে রাজি হবে।


সুতরাং, যুদ্ধ চলবে আর আমেরিকা ও তাঁর পশ্চিমা সাঙ্গদের দেয়া নিষেধাজ্ঞা খেলার বলি হয়ে বিশ্ব একটা ভয়াবহ মন্দায় পতিত হবে।


Rahul
Rahul
358 Points

Popular Questions