Answered 2 years ago
উনি কোনোদিন স্বেচ্ছায় অবসর নিবেন না। উনি ক্ষমতা ভালোবাসেন। তাছাড়া উনি হয়তো মনে করেন, উনি ছাড়া বাংলাদেশে আর কেউ প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে না।
সরকারী চাকরি করলে অবসর নিতে হয়। কিন্তু রাজনীতিবিদদের অবসর নাই। তারা কাজ পাগল মানুষ। তারা দেশকে খুব ভালোবাসেন। তাই আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ স্বেচ্ছায় অবসর নেননি বাংলাদেশের ইতিহাসে।
যদি কোনো দূর্ঘটনা না ঘটে, তাহলে শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকবেন। উনি কোনোদিন নিজ থেকে অবসরে যাবেন না। নো নেভার। উনি তো দূরের কথা উনার দলের কেহ স্বেচ্ছায় অবসর নেবেন না। ক্ষমতার মজা অন্যরকম। মাদকের চেয়েও ভয়াবহ নেশা ক্ষমতা। ক্ষমতায় থাকার জন্য, তিনি বহু লোককে দূর্নীতি করার সুযোগ দিয়েছেন। দেখেন না, দেশে নব্য ধনীদের সংখ্যা বেড়েই চলেছে।
ritukhatun publisher