শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান-এর মধ্যে কে রাষ্ট্র পরিচালনায় বেশি দক্ষতার পরিচয় দিয়েছিলেন? কে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে, দেশ অধিক লাভবান হতো বলে আপনি মনে করেন?

1 Answers   10.1 K

Answered 3 years ago

আমি কোন রাজনীতিবিদ না। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার প্রশ্নের উত্তর দেয়ার এলেম নাই। তার পরিবর্তে একটা গল্প শোনানো যাক। জোঁকও বলতে পারেন।

বনের মধ্যে দশটা পিপড়া গল্প করছিল। প্রশ্ন তুলতে পারেন পিঁপড়ারা সব সময় কাজে ব্যস্ত থাকে, গল্প করতে সময় পায় কোথায়? পারে, গল্পের পিঁপড়ারা সবই পারে। আড্ডা মারতে পারে। হাতি-ঘোড়াও মারতে পারে।

যাহোক, ঘটনাক্রমে, কিছু সময় পরে সেখানে একটা হাতিও হাজির হল। গল্পের হাতি। একটা পিঁপড়া বলল, দেখ বেটা হেলে দুলে ভাব নিয়ে হেঁটে আসছে। চল ব্যাটাকে এক হাত দেখিয়ে দেই।

প্রস্তাবটিতে স্বল্পবুদ্ধির প্রায় সবাই সায় দিলো। শুধুমাত্র একটা পিঁপড়া দ্বিমত পোষন করল। সে বলল, নারে সেটা ঠিক হবে না। সে মাত্র একজন আর আমরা দশ জন। দশ জন মিলে একজনকে আক্রমণ করা অন্যায় হবে।

এক ত্যাদড় পিঁপড়া ফোড়ন কাটল, তাতে কি, কথায় আছে না, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।

প্রতিবাদী পিঁপড়ে, যার ক্ষুদ্র মাথায় একটুখানি হলেও ঘিলু ছিল, তাকে থামিয়ে দিল, আরে পাগল, দশটা কেন, দশ লাখ পিঁপড়ে হাতির এক পায়ের চাপে সেকেন্ডের মধ্যে পটল তুলবে।

Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions