শরীরের লোম ফেললে কি তা আবার আগের তুলনায় বেড়ে যায়?

1 Answers   6.7 K

Answered 3 years ago

হ্যা অবশ্যই।

নখ বা চুলের মত লোমও মানুষের শরীরের অংশ।

নারীদের বিরাট অংশ শরীরের লোম নিয়ে কুণ্ঠা বোধ করে। বিশেষ করে অনাবৃত অংশের লোম উঠিয়ে ফেলার জন্য অনেক নারী যে কোনো কিছু করতে প্রস্তুত।

পশম ফেলে দিলে তা পুনরায় উঠে। তবে খব বেশী বিরক্তিকর না হলে ফেলতে নিরুৎসাহিত করব। আর অনাবৃত স্থানে রেজার দিয়ে ফেলে দেওয়ার অনুরোধ থাকবে। কেমিক্যাল কিছু ইউজ না করার অনুরোধ রইল।

ধন্যবাদ


Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions