শরীরের কালো দাগ দূর করার উপায় কী?

1 Answers   11.8 K

Answered 2 years ago

সমস্যা সমাধানের আগে হতে হবে সচেতন। প্রখর রোদ ত্বককে কালো বানিয়ে সমস্যাটা আরও বাড়িয়ে দিতে পারে। তাই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে ত্বকের ধরন অনুযায়ী সান-ক্রিম ব্যবহার করে বাইরে যেতে হবে।


সান-ক্রিম সাধারণত কয়েক ধরনের হয়।স্বাভাবিক ত্বকের জন্য সাধারণ সান-ক্রিম লোশন, তৈলাক্ত ত্বকের জন্য অয়েলফ্রি সান-ক্রিম এবং শুষ্ক ত্বকের জন্য তেলযুক্ত সান-ক্রিম পাওয়া যায়।


সান-ক্রিম লাগিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বের হওয়াঠিক নয়। অন্তত ১৫ মিনিট আগে সান-ক্রিম লাগিয়ে তারপর ঘর থেকে বের হবেন।


মেলাসমা সারাতে হলেপেট্রোলিয়াম জেলি বা ক্রিমের সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে কালো দাগের উপর লাগান। হাল্কা হাতে ঘুরিয়ে ঘুরিয়েম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।


এরপর ঠান্ডা দুধে কয়েক ফোঁটা লেবুর রসমিশিয়ে পুরো মুখে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করে এর উপর ফেইশল স্কার্ব লাগিয়ে দুই মিনিট আবারও ঘুরিয়ে ঘুরিয়েমালিশ করে ধুয়ে ফেলুন।


ফেসিয়াল স্কার্ব মরা চামড়া ও পিগমেন্টেশন বা রঞ্জক পদার্থথেকে তৈরি কালো দাগ তুলতে সাহায্য করবে।


আরও একটা সহজ উপায় আছে। যেসবজায়গায় মেলাসমা হয়েছে সেখানে খাবার সোডা ঘুরিয়ে ঘুরিয়ে লাগান। ৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।


এ পদ্ধতি সপ্তাহে অন্তত ২-৩ দিন পরপর করতে পারেন।


তবে যেটাই ব্যবহার করেন ত্বকের ধরনঅনুযায়ী মাসে একবার ফেইশল করাতে হবে।


Tithi Khatun
tithikhatun
444 Points

Popular Questions