ল্যাপটপ ভালো হবে নাকি ডেস্কটপ?

1 Answers   4.9 K

Answered 3 years ago

আমি একজন থ্রিডি অ্যানিমেটর। আর থ্রিডি অ্যানিমেশন কমিউনিটি তে একটা কথা প্রচলিত আছে "ল্যাপটপ হচ্ছে খেলনার জিনিস"। ডেক্সটপ এর তুলনায় ল্যাপটপের শুধুমাত্র দুইটি সুবিধা রয়েছে।

ল্যাপটপ সহজে বহন করা যায়। আর

ল্যাপটপের জন্য অনেক কম স্পেস লাগে।

এই দুটো বাদ দিলে বাকি সব কিছুতেই ডেক্সটপ এগিয়ে থাকবে। আপনি যদি একই কনফিগারেশনের একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপ পাশাপাশি রেখে তাদের পারফরম্যান্স পরীক্ষা করেন তাহলে দেখবেন যে ডেক্সটপের পারফরম্যান্স ল্যাপটপের প্রায় দ্বিগুণ। যদিও বা তাদের কম্পনেন্ট সেম। ল্যাপটপের কিছু ফিজিকাল ড্র-ব্যাক রয়েছে। যেমন ল্যাপটপ আপনি চাইলেও খুব সহজে আপগ্রেড করতে পারবেন না অপরপক্ষে ডেক্সটপ আপনি যখন খুশি তখনই আপগ্রেড করতে পারবেন। পাওয়ার হাংরি কাজের জন্য ডেক্সটপ বেস্ট যেখানে ল্যাপটপ তার ধারের কাছেও যেতে পারবেনা। এছাড়া আমার কাছে ল্যাপটপের সবচেয়ে বড় যে সমস্যাটা চোখে পড়ে সেটা হচ্ছে তার হিটিং ইস্যু, ল্যাপটপ একটা ক্লোজড সিস্টেমের উপর বিল্ড হয় দেখে এর এয়ার ফ্লো খুব বাজে হয়, যার কারণে ল্যাপটপ খুব অল্পতেই গরম হয়ে যায়। যা কিনা পারফরমেন্সের জন্য খুব বাজে। আর ল্যাপটপের প্রসেসর গুলোর ক্লক স্পিড অনেক কম হয়। এমনটা হওয়ার কারণ হচ্ছে একটা প্রসেসর যত বেশি আউটপুট বা ক্লক স্পিড দিবে তার ঠিক ততো বেশি এনার্জির প্রয়োজন হবে। যেহেতু ল্যাপটপ ব্যাটারি চালিত তাই এর ক্লক স্পিড ইচ্ছে করেই কমানো থাকে যার ফলে প্রসেসরের ক্লক স্পীড অনেক কমে যায় এবং ব্যাটারি বেশি ব্যাকআপ দেয়। এটা পাওয়ার সেভিংস এর জন্য ভালো কিন্তু পারফরমেন্সের জন্য অত্যন্ত বাজে।

আশা করি আমার কথাগুলো আপনার উপকারে আসবে।

Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions