ল্যাপটপ চার্জে দিয়ে চালালে কি ল্যাপটপের ক্ষতি হয়, নাকি চার্জে দিয়ে চালানোই ভালো?

1 Answers   11.3 K

Answered 3 years ago

মোটেই ক্ষতি হচ্ছে না। বরং ভাল কাজই করছেন। ল্যাপটপ চালানোর নিয়মই এটা। এটি কিন্তু কম্পিউটার ই। আলাদা কিছু নয়। এর থেকে বাড়তি যে সুবিধা পাওয়া যায় তা হল সহজে পরিবহন এবং কয়েকঘণ্টা ব্যাটারির মাধ্যমে চালানোর সুযোগ।

বরঞ্চ বার বার ল্যাপটপের (এবং অন্যান্য সকল ব্যাটারির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য) ব্যাটারি অতিরিক্ত ডিসচার্জ (২০% এর নিচে) করলে ওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

ইইই পড়ার সময়, ক্লাসরুমেও বেশ কয়েকজনের মুখে এমন মতামত শুনতে পেতাম যে,

(১) ল্যাপটপ চার্জে দিয়ে চালানো উচিৎ নয়।
(২) মাঝে মাঝে ব্যাটারী সম্পূর্ণ ডিসচার্জ করে ফেলতে হয়, তাহলে ব্যাটারি ভাল থাকে।
(৩) চার্জে দিয়ে চালালে মোবাইল ফোনের মত বিস্ফোরণ হতে পারে। …. ইত্যাদি।

একদিন কেন জানি তর্কে মেতে উঠি। ফলশ্রুতিতে তা একজন শিক্ষক পর্যন্ত গড়ায়। পরের ক্লাসে স্যার এসে বুঝিয়ে দিয়েছিলেন যে ল্যাপটপ আর মোবাইল ফোন এক নয়। দুটোর কার্যপ্রক্রিয়া আলাদা। ল্যাপটপ ডিজাইন করা হয় চার্জে দিয়ে চালানোর জন্য, এবং জরুরী অবস্থার জন্য ব্যাটারী। আর মোবাইল ফোন/স্মার্ট ফোন ডিজাইন করা হয় শুধু মাত্র ব্যাটারির সহায়তায় চালানোর জন্য।

তাই স্মার্টফোন চার্জে দিয়ে চালানো ঠিক নয়, এতে দূর্ঘটনার আশংকা থেকে যায়। কিন্তু ল্যাপটপ চার্জে দিয়ে চালালে এ ধরণের কোন সমস্যার সম্ভাবনা নেই।


Nabil Ahmed
nabilahmed
445 Points

Popular Questions