ল্যাপটপের জন্য কোন ধরনের এম ডট টু লাগানো উচিত?

1 Answers   13.3 K

Answered 3 years ago

মার্কেটে ২ ধরনের M.2 সলিড স্টেট ড্রাইভ পাওয়া যায়।

১.NVMe M.2 SSD

২. SATA M.2 SSD

এই দুই ধরনের টেকনোলজি র মধ্যে তফাত হল রিড/ রাইট স্পীড এর ক্ষেত্রে (এবং অবশ্যই দামের ক্ষেত্রে)

সাটা M.2 ড্রাইভে স্পীড পাবেন ৫৫০ মেগাবাইট পার সেকেন্ড (MB/s)

আর NVMe ড্রাইভে পাবেন ৩৫০০ মেগাবাইট পার সেকেন্ড, তবে আপনার পিসি / ল্যাপাটপে PCIe 3.0 সাপোর্ট থাকতে হবে অবশ্যই।

আপনার প্রশ্ন হচ্ছে আপনার ল্যাপাটপের জন্য কোনটি ভাল। এটির উত্তর আপনার কাছেই আছে। আপনার কত স্পীড দরকার, ফটোশপ, 4k ভিডিও এডিট, 3D ডিজাইন ইত্যাদি আপনি প্রতিদিন ব্যাবহার করলে আপনার জন্য উপদেশ হল NVMe ড্রাইভ কিনুন।

আর আপনি যদি শুধু একটি অপারেটিং সিস্টেম চালান, মানে ভারী কোন সফটওয়ার বা গেম না খেলেন, তবে আপনার জন্য SATA M.2 ড্রাইভ এর স্পীড যথেষ্ট হবে বলে মনে করি।


Nadim Rayhan
nadimrayhan
486 Points

Popular Questions