ল্যাপটপের ইন্টারনেট সংযোগ আসছে না। যেখানে ওয়াইফাই সংযোগ দেখানোর কথা, সেখানে একটা গোল পৃথিবীর মতো দেখাচ্ছে। সমাধান কী হবে?
11
0
1 Answers
5.8 K
0
Answered
3 years ago
ওই "পৃথিবী" এর উপর ক্লিক করে দেখুন আপনার ল্যাপটপ ওয়াইফাই কানেকশনে যুক্ত আছে কিনা আর সেখানে "Connected" নাকি "No Internet" লেখা।
No Internet থাকলে ওই ওয়াই-ফাইতে মোবাইল কানেক্ট হয় কিনা সেটা দেখেন। যদি হয় তাহলে ল্যাপটপে ফরগেট নেটওয়ার্ক দিয়ে নতুন করে ওয়াইফাইতে কানেক্ট করুন, এতে না কাজ হলে ট্রাবলশুট করে দেখতে পারেন রাইট ক্লিক করে ওই "পৃথিবী" আইকনে। আর মোবাইলও কানেক্ট না হলে আপনার রাউটার বা ইন্টারনেট সংযোগে কোনো ঝামেলা আছে।
Kalam Biswas publisher