Answered 3 years ago
উইন্ডোজের ২৫% গেমসও লিনাক্সে ভালোভাবে চলে না। আর এই না চলার কারণ হচ্ছে লিনাক্স এখন মাইক্রোসফটের ডাইরেক্ট এক্স এর উপযুক্ত বিকল্প নিয়ে আসতে পারে নাই। যার জন্য এখনও গেম ডেভেলপাররা উইন্ডোজের উপর যতখানি ভরসা পান তার অর্ধেক ভরসাও লিনাক্সে পান না।
আর তার উপর উইন্ডোজের ব্যবহারকারী লিনাক্স থেকে অনেক অনেক বেশি। তাই লিনাক্সের জন্য গেম তৈরি করার ঝুঁকি তারা নিতে চান না। আমি কিন্তু সিরিয়াস লেভেলের গেমের কথা বলেছি। যেমন ধরুন, GTA-V, NFS, ফার ক্রাই, ম্যাক্স পেইন এই সব ইতিহাস তৈরি করা গেমস।
লুতু পুতু মার্কা গেমসের নাম নিয়া উইন্ডোজ প্লাটফর্মকে লজ্জায় ফেলবেন না প্লিজ।
rahatahmed publisher