Answered 2 years ago
দাম কম রাখলে খরিদ্দারের চাহিদা বাড়বে । এতে বাজারে আপনার মালের আকর্ষন তো বাড়বেই তবে আরও লক্ষনীয় বিষয় হল বিক্রী বেড়ে মোট লাভ বাড়ছে কিনা । অর্থাৎ বিক্রী যদি N সংখ্যার হয় R দামে, আর মাল প্রতি সাকুল্যে খরচ যদি S হয় তবে N বাড়ালে S কতটা কমছে । কারন আপনার লাভ হল N*(R-S) ৷ এখন কোন উদ্যোগে N বাড়ালে উদ্যোগের ধর্ম অনুযায়ী S সাধারনত কমে এই জন্য যে অপরিবর্তনীয় খরচগুলো যেমন জায়গার ভাড়া ও কর , AC, পাখা লাইটের জন্য বিদ্যুতের খরচ , কারখানার সিকিউরিট ও ন্যুনতম শ্রমিক সংখ্যা ইত্যাদি । বিক্রী (N)বেশী হলে মাল প্রতি খরচ অর্থাৎ S কমবে ৷ এতে আপনার লাভ অর্থাৎ N*(R-S) বাড়ার কথা । আপনার উদ্যোগের সাফল্যের চাবিকাঠি হল এই অঙ্কটি । এবার লক্ষ রাখুন R ও N এর মধ্যে সামঞ্জস্য রাখতে আপনি দাম কতটা কমাতে পারছেন ।
asdre publisher