Answered 2 years ago
লাইফ হ্যাক - বাংলায় তেমন কোনও যুতসই অর্থ খুঁজে পেলাম না। সেখানে এর অর্থ লেখার আছে : জীবন হ্যাক। আরে বাবা, হ্যাক শব্দের যদি অর্থই না পাওয়া যায়, তবে আর এগিয়ে লাভ কী।
যাই হোক, হ্যাক (hack) শব্দটি ইংরেজি ভাষা থেকেই এসেছে। এর উৎপত্তি ইংরেজি 'hackney' শব্দ থেকে। এই hackney শব্দটির অর্থ: 'a horse or pony suitable for ordinary riding or driving '
মোদ্দা কথা, একটা ঘোড়াকে গৃহস্থ কাজে ব্যবহার করা অথবা তার সাথে একটা carriage যুক্ত করে ঘরোয়া কাজ অল্প সময়েই করে আবার নতুন কোনও কাজ করা। এতে সময় বাঁচবে, অন্যান্য সংলগ্ন কাজও সময়ের মধ্যেই করা যাবে। তখনকার দিনে মন্থর গতির মানুষ অল্প সময়ের মধ্যেই সব কাজ করার সময় পাবে, এটা ভাবাটাই অর্থহীন ছল।
এখানেই life hack এর যথার্থতা। এর মধ্যেই রয়েছে, সময়ের অপচয় না করে যথাসম্ভব গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে আগে করে সময়ের মধ্যেই প্রয়োজনীয় অন্যান্য গৌণ কাজ করেও সময় বাঁচে অবসর কাটানোর।
এইজন্য লাইফ হ্যাক এর 10 টি professional পদ্ধতি নিচে জুড়ে দিলাম।
Set alarm for everything.
If someone wants schedule a call, set a Google calendar invite.
Chunk your your activities together - don't bounce between different tasks.
Don't start your day by answering e.mails.
Do free work for Someone you very badly want to learn from.
Save more than you spend.
Build your personal brand online.
Schedule time to relax.
Delete as much as possible.
The more you successful you get, remind yourself to stay open and humble.
সময়ের মধ্যেই সুশৃঙ্খলভাবে সমস্ত কাজ করার আধুনিক পদ্ধতিই হ'ল লাইফ হ্যাক। ছাত্রদের ক্ষেত্রেও এটি অত্যন্ত প্রয়োজন।
যাঁরা বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাঁদের তো এই লাইফ হ্যাক ধন্বন্তরি ওষুধের কাজ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা অবশ্যই পালনীয়। তবেই সময়ের অভাব হয় না। তবেই সময় মূল্যবান এবং "Time is money" কথাটার যথার্থতা খুঁজে পাওয়া যাবে।
ধন্যবাদ ।
chamok publisher