Answered 2 years ago
এতদিন প্রশ্ন পেতাম লম্বা চুল কিকরে পাওয়া যায় বা লম্বা চুলের যত্ন কিকরে করতে হয় প্রভৃতি। আজ প্রথম প্রশ্ন পেলাম লম্বা চুলের অসুবিধা নিয়ে। সেই তো এটাও তো জানা দরকার। শুরুতে একটা কথা বলতে চাই। যে কোনো জিনিসই অভ্যাসের দাস। তা সে লম্বা চুলই হোক বা ছোট চুল। যাঁদের ছোট চুল তাঁদের কাছে লম্বা চুল অসুবিধার মনে হওয়াই স্বাভাবিক।কারণ তাঁদের অভ্যাস থাকে না। কিন্তু যাঁদের বরাবর লম্বা চুল আছে তাঁদের কাছে অভ্যাসে পরিণত হয়ে যাওয়ায় সেই সমস্ত অসুবিধাগুলো আর অসুবিধার পর্যায়ে পড়ে নাা। সমস্ত ব্যপারটাই নিজস্ব দৃষ্টিভঙ্গী ও আপেক্ষিকতার ব্যপার।
যাইহোক লম্বা চুলের অসুবিধাগুলো বলিঃ
নিত্যদিন চুলের যত্নের জন্য তুলনামূলকভাবে বেশী সময় ব্যয় হয়।
রোজ সমস্ত কাজের মাঝে পৃথকভাবে কেশচর্চা বেশ কঠিন হয়ে পড়ে।
তেল, শ্যাম্পু বা আনুষঙ্গিক কেশচর্চার ব্যবহার্য সরঞ্জামের পরিমাণ বেশী হওয়ায়, খরচও বেশী হয়।
কেশের সাজসজ্জার সময় বেশী লাগে।চুল আঁচড়ানো, বাঁধা সবই সময়সাপেক্ষ।
ঠিকভাবে চুলের যত্ন না হলে চুল নষ্ট হয়ে চুলের ডগা ফাটা, রুক্ষ চুল প্রভৃতি হতে পারে।
গ্রীষ্মকালে লম্বা চুলের জন্য মাথায় ঘাম থেকে অসুবিধা সৃষ্টি হয়।
নিয়মিত চুল পরিষ্কার করা বেশ কঠিন হয়ে পড়ে।যখন তখন চুল ভিজিয়ে স্নান করার উপায় থাকে না। ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে।
অপরিস্কার চুলে রোগ ব্যাধির সম্ভাবনা বৃদ্ধি পায়।চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যা যেমন চুল পড়া, খুশকি, উকুন বা অন্য কোনো চর্মরোগের চিকিৎসা করাও সময়সাপেক্ষ ।
কিন্তু সব অসুবিধার ঊর্ধ্বে স্বীকার করতেই হয় লম্বা চুলের বেণীর কদর যুগ যুগ ধরে চলে আসছে। তার জন্য একটু অসুবিধা সহ্য করাই যায়।তাই তো কবি বলেছেন —
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা"—
ভালো থাকবেন। 🍀
Anwoer publisher