রোবট কি জীব নাকি জড়বস্তু?

1 Answers   4.1 K

Answered 2 years ago

জীবন থাকলেই জীব, আর যেগুলোর জীবন নেই সেগুলো জড় পদার্থ। জীবের ধরন-প্রকৃতি অনুসারে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সব জীবের মধ্যেই লক্ষ করা যায়। জীবের প্রধান বৈশিষ্ট্য ► স্বইচ্ছায় নড়াচড়া করতে পারে অর্থাৎ চলন শক্তি আছে। ► খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে। ► প্রজনন ক্ষমতা আছে অর্থাৎ বংশ বৃদ্ধি করতে পারে। ► রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। ► অনুভূতি শক্তি আছে। ► জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে পারে। ► অভিযোজন ক্ষমতা আছে অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। এখন আপনি বলুন রোবট জীব নাকি জড়বস্তু?
Abu Toha
abutoha
129 Points

Popular Questions