'রিমোট জব'-এর মানে কী?

1 Answers   5.3 K

Answered 3 years ago

ইংরেজী বাংলায় অর্থ করলে হয় দুরের কাজ।সহজে বোঝাতে গেলে বলতে হয় ঘরে থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম ।সম্প্রতি করোনা আবহে এই ধরণের কাজ আরোও বেড়েছে,বিশেষ করে ইনফর্মেশন টেকনোলজি কিংবা ইন্সুরেন্স অথবা মার্কেটিং জাতীয় কাজের ক্ষেত্রে। খাতা কলম ,ক্যল্কুলেটর,স্কেল নিয়ে টেবিল ভরিযে কাজ করবার দিন তো প্রায় শেষ।আপনার ঘরে একটা ওয়াই ফাই সুবিধা আর একটা ল্যাপটপ থাকলেই হলো।শুধু আপনার অফিস কেন,দুনিয়ার সাথে যোগাযোগ হয়ে যাবে।কাজের সময়টা ফ্লেক্সিবল আর নাকে মুখে গুঁজে ট্রেন বাস ধরার তড়াও নেই।এখন তো অন লাইনে পড়ানো একটা খুব জনপ্রিয় Remote job।আশা করি সংক্ষেপে বিষয়টি আপনাকে বোঝাতে পারলাম

Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions