রাশিয়া কি স্টারলিংক স্যাটেলাইট অকেজো করে দিয়েছে?

1 Answers   6.2 K

Answered 3 years ago

ইউক্রেনে স্বাভাবিক ইন্টারনেট ব্যবস্থা রাশিয়া অকেজ করে দেয়ায়, ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে পুরো ইউক্রেনে নেট ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছিল। যুদ্ধ ক্ষেত্রেও এর ব্যবহার হয়েছে। পশ্চিমারা ভেবেছিল রাশিয়ার কাছে স্টারলিংক অকেজ করার টেকনিক নেই। দুই দিন আগে স্টারলিংক স্যটালাইট ব্যবহারে সমস্যা দেখা দেয়, তখন পশ্চিমা কিছু বিশ্লেষকরা (OSINT) ভেবেছিল, এর জন্য ইলন মাস্ক নিজেই দায়ী। কেননা যুদ্ধ নিয়ে রাশিয়ার পক্ষে যায় এমন কিছু বিতর্কিত মন্তব্য করে তিনি বেশ সমালোচনার শিকার হয়েছেন। যাইহোক রাশিয়া বলেছে, স্টারলিংক স্যাট্যালাইট তারা অকেজ করেছে। অর্থাৎ তাদের কাছে এমন আধুনিক প্রযুক্তি (জ্যামার) আছে।


Afia Islam
afiaislam
356 Points

Popular Questions