Answered 3 years ago
এসব ক্ষেত্রে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়া কর্তব্য।
চোরেরা সাধারণত: ধরা পড়ার মতো পরিস্থিতিতে, মোকাবিলার করার মতো প্রস্তুতি নিয়েই আসে।
রাতে যদি আপনি একা হন, সেক্ষেত্রে চোরকে ধরার চেষ্টা সফল না ও হতে পারে, কারণ, চোর চেষ্টা করবেই আপনার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য। এবং চোরের সাথে থাকা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে, আপনাকে আক্রমণ করতে পারে।
প্রশ্নের উত্তর দিতে গিয়ে, মিলে যাচ্ছে নিজেরই একটি অভিজ্ঞতা।
আমি একবার গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ীতে গেছি। রাত্রিবেলা, আমাকে একটি ঘরে শুতে দেয়া হলো।
নতুন জায়গা, একা শুয়েছি। গ্রাম, ভূত, চোর এসব ভাবতে, ভাবতেই শুয়ে পড়েছি। মাঝরাতে, ঘুম ভেঙে গেলো। মনে হলো, কেউ ঘরে পায়চারী করছে। ভূত অথবা চোর ভেবে, আমি ভয়ে কাঁটা। শ্বাস প্রশ্বাস বন্ধ করার মতো অবস্থায় শুয়ে আছি। হঠাত্ বুঝতে পারছি, আমার মাথার বালিশটা যেন একটু টেনে উপর দিকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। তখন বুঝলাম “চোর”। বারবারই বালিশটা ওরকম টানাটানি করায়, আমি, নিজের মাথাটা, ইচ্ছে করেই, বালিশ থেকে একটু উপরে তুলে ধরলাম। বালিশের নীচে রেখেছিলাম, আমার মানি ব্যাগ। চোর বালিশের নীচে হাতড়ে, ওটা নিয়ে চলে গেলো।
চোর বেরিয়ে যাওয়ার পরই, আমি চিত্কার করতে শুরু করলাম, “চোর”, “চোর”।
বাড়ীর সবাই উঠে, আলো জ্বালিয়ে, উঠোনে জড়ো হলেন। “কোথায়” ? “কোথায়” ?
বললাম, চলে গেছে। তখন, চিত্কার শুনে, আশেপাশের বাড়ীর লোকেরা সব চলে এলেন। টর্চ, লাঠিসোঁটা নিয়ে সবাই চোরকে খুঁজতে বেরোলেন।
ওদের বাড়ী থেকে, একটু দূরে, একটা কলাগাছের বাগান আছে। ওখানেই অন্ধকারে, লুকিয়ে বসেছিলো, চোর। ধরে নিয়ে আসা হলো। এবার বাড়ীর উঠোনে ওকে দাঁড় করিয়ে,সার্চ করা হলো। ওর কাছে থাকা একটা ছোট ব্যাগ থেকে পাওয়া গেলো, আমার মানিব্যাগ। কিনতু, মানিব্যাগ ছাড়া ও, ওর পকেট থেকে পাওয়া গেলো, অনেকগুলি বিভিন্ন রকমের চাবি, ছোট্ট একটা কৌটোতে রাখা শুকনো লংকার গুড়ো, আর একটা ধারালো ছুরি। পরনে ছিলো, হাফ প্যান্ট,গেঞ্জি। টর্চের আলোয়,আমরা দেখলাম ওর হাত, পা চিকচিক করছে। জিজ্ঞেস করাতে বললো, তেল মাখা আছে, যাতে জাপটে ধরলেও, পিছলে ছুটে যাওয়া যায়।
যাক, সবাই ওকে মারধোর করতে চাইলেন, কিনতু, আমি থামিয়ে দিলাম, কারণ, আমার মানিব্যাগ ফেরত্ পেয়ে গেছি।
তারপর, ওর কাছে থাকা চাবি, ছুরি, লংকার গুড়ো রেখে দিয়ে, ওকে ধমক, টমক দিয়ে ছেড়ে দেয়া হলো।
আমি তখন চিন্তা করছিলাম, যদি ওকে আমি অন্ধকার ঘরে জাপটে ধরতাম, ও তো আমাকে ওই ছুরি দিয়ে ও মারতে পারতো। কিনতু, আমি তখন ভেবেছিলাম, মানিব্যাগ যায়, যাক। মানিব্যাগ তো রাস্তাঘাটে ও হারিয়ে যায়।
আমার এই উত্তরের উদ্দেশ্য কিনতু চোরকে, চুরি করতে সাহায্য করা নয়।
রাতে একা চোরের সাথে লড়াই করার আগে, একটু মনে রাখতে হবে,
raselahmed publisher