রাতের বেলা মেয়ে দেখতে এসেই বিয়ে করে ফেলার কারণ কী? এমন বিয়ের মধ্যে কি কোনো গোপন রহস্য আছে?

1 Answers   10.8 K

Answered 2 years ago

তেমন কোন গোপন রহস্য নাই, বরং ক্ষতি আমার চোখে দেখা রাতারাতি বিয়ে করার মধ্যে ২ টা কারন দেখেছি, প্রথমত মেয়ের বা ছেলের যদি কোন খুঁত থাকে বা ব্যাকগ্রাউন্ডে কোন প্রকার কলঙ্ক থাকে তাহলে সেসব ধামাচাপা দেওয়া জন্য তারাতারি বিয়ে দেয় কারন বিয়ে একবার হয়ে গেলে তখন আর ঝামেলা থাকে না তখন মাথায় একটাই চিন্তা আসে যে পার করতে পারলে বাঁচি। আর ২ নাম্বার পয়েন্ট হচ্ছে ছেলের যদি টাকা পয়সা বা ভালো চাকরি বা সুন্দর দেখতে হয় তাহলে কোন মতে রাতারাতি গচিয়ে তুলে দিতে পারলে বাঁচে আর মেয়ে যদি সুন্দর হয় তাহলে ছেলেদের আর ত্বর সয় না মনে করে এটা হাত ছাড়া হয়ে গেলে আর মনে হয় সুন্দর মেয়ে পাবো না, একজন্য রাতারাতি বিয়ে করে আর ৩ নাম্বার হচ্ছে বাল্যবিবাহ, মেয়ের বয়স যদি কম হয় তাহলে লোক চক্ষুর আড়ালে রাতারাতি বিয়ে দিতে চাই,আরো অনেক পয়েন্ট আছে যা লিখে প্রকাশ করতে না পারার জন্য দুঃখিত তবে একটা জিনিস মনে রাখতে হবে যে তারাহুড়া কাজে ভুল হয় বেশি আমার স্বচখে দেখা যগুলা এমন রাতারাতি বিয়ে দেখেছি তাদের ৯৮% ই অসুখী পেয়েছি, কারন অনেকে বিয়েতে রাজি থাকেনা তারপর মেয়ের টু লাইন থাকে ছেলের টু লাইন থাকে মানে নানান সমস্যা, বিয়ের পরেও দেখা যায় স্বামী থাকতে পুরাতন প্রেমিকের সাথে যোগাযোগ রাখে, প্রাক্তন কে মনে রাখে, ২ জনের বনাবনি হয়না, নতুন নতুন খুব মজা লাগে কিছুদিন পর আর ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি সুতরাং জেনে বুঝে কখনো ভালো করে না দেখে শুনে রাতারাতি বিয়ে করা একদম চরম বোকামির কাজ যদি পুর্ব পরিচিত হয় তাহলে অন্য কথা।
Runa Khatun
runakhatun
188 Points

Popular Questions