Answered 3 years ago
রসায়ানাগার এ সাধারণত বিভিন্ন এসিড, ক্ষার নির্ণয়, অজানা লবণ শনাক্ত, দ্রবণ তাপ বা রাসায়নিক উপাদান তৈরি করতে দেয়া হয়।আর আমাদের কলেজ থেকেও আমাদের এগুলো নিজে করতে দেওয়া হয়েছিল। তেমন বড় কিছু কখনো হয় নি। তবে একদিন আমার এক বান্ধবী এর হাতে খুবই কম ঘনমাত্রার 0.1M ক্ষারীয় NaOH (সোডিয়াম হাইড্রোঅক্সাইড) পড়ে গিয়েছিল। এবং তার দুই হাতে বিকার থেকে নাড়াচাড়া করার সময় পড়ে যায়। এবং সে খুব দুষ্ট এবং চঞ্চল প্রকৃতির। আর এর ফলে তার অসাবধানতার কারণে এরকম হয়েছিল। যদিও বড় কিছু হয় নাই। সাথে সাথে প্রচুর পানি দিয়ে হাত ধুয়ে ফেলেছিল এবং এতে তার হাত কিছু টা জ্বালাপোড়া করেছিল। রসায়নাগারে কয়েকটি বেসিন সিঙ্ক লাগানো থাকে। যাতে কারো সমস্যা হলে বা কিছু পড়ে গেলে তাড়াতাড়ি পানি পাওয়া যায়।
বৈজ্ঞানিক গবেষণাগারে সাধারণত অনেক নিয়ম মানতে হয়। এপ্রোন,গ্লাভস, গগলস, ইত্যাদি সকল কিছু দেখে নিতে হয়। আর শিক্ষক গণ বারবার আমাদের সর্তক করেন বেশির ভাগ রসায়ন পরীক্ষাগারে। কারণ এখানে সরাসরি এসিড ও ক্ষারীয় পদার্থ এবং দাহ্য পদার্থ নিয়ে কাজ করা হয়। আর আমাদের প্রত্যেকের সর্তক থাকা উচিত।
sumonakhatun publisher