রমজানে রোজা রাখা অবস্থায় শিক্ষার্থী পড়া না শিখলে বা না পারলে তাকে কি শাস্তি দেওয়া যাবে?

1 Answers   9.9 K

Answered 2 years ago

প্রথম কথা হলো এযুগে ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া নিষেধ। এখন তো আর আগের দিন নেই মাস্টার মশাই বেত নিয়ে পড়াতে আসতেন। পড়া না পাড়লে ধপাস ধপাস মারতেন। এযুগে ছাত্রছাত্রীদের মারলে, তাঁরা শিক্ষককে মেরে বসবে। এদের মাথা গরম। হোক সে ক্লাশ ওয়ান এর ছাত্র বা ক্লাশ এইট এর স্টুডেন্ট। উন্নত বিশ্বে স্টুডেন্টদের কখনও শাস্তি দেওয়া হয় না।

শাস্তির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। একজন ভালো শিক্ষক ছাত্রছাত্রীকে শাস্তি দেয় না। ইহা ভুল। ইহা অন্যায়। পড়া না শিখলে নাই। কিন্তু শাস্তি দেবেন না। বুঝিয়ে বলবেন। তারপরও যদি কাজ না হয়, তাহলে ছাত্রছাত্রীর বাবা মাকে জানাবেন। কিন্তু আপনি শাস্তি দিতে পারবেন না। হোক রোজার মাস। বা অন্য কোনো মাস। যদি মাদ্রাসাও হয় তবুও শাস্তি দেওয়া সঠিক কাজ নয়।

Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions