যে মাঝে মাঝে গাঁজা খায়, তাকে কি বিয়ে করা ঠিক হবে?

1 Answers   4.9 K

Answered 2 years ago

বেশিরভাগ ক্ষেত্রে যারা দাবি করে তারা মাঝে মাঝে গাঁজা খায় ,দেখা যায় তারা বেশিরভাগ সময় …..প্রত্যেক দিনই গাজা খায় যারা অধিকাংশ সময় গাঁজা খায়। তারা গাঁজার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে।

গাজা অর্থাৎ ক্যানাবিস এটির একটি খুব খারাপ দিক আছে সেটিকে বলা হয় রান আমমক। তো এই জিনিসটাতে যে নেশা করছে সে অনেক সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং অনেক সময় দেখা যায় যে সে ঝোঁকের বসে অনেকগুলি ব্যক্তিকে খুন করেছে। সচরাচরি দেখে থাকবেন যে কিছু লোকের নাকি ভর উঠে বা হাতে দা নিয়ে রাস্তা দিয়ে ছুটে যাকে সামনে পায় তাকেই কোপ মারে ।এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে গাজা সেবনকারীদের ক্ষেত্রে। মাঝে মাঝে গাঁজা সেবনকারী ব্যক্তিকে বিয়ে করা আদর্শ হবে কিনা এটা আপনি ঠিক করুন। গাজার নেশা করার প্রচুর ক্ষতিকর দিক রয়েছে সেগুলি এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম না ।গুগলে বিস্তারিতভাবে ভালোভাবে দেওয়া আছে ।সার্চ করে দেখে নিন। গাজার নেশা দূর করার জন্য সাইকোলজিক্যাল এবং মেডিকেল দুটোরই হেল্প নিতে হতে পারে।

বিয়ে করার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার। আপনার পরিবারকে জিজ্ঞাসা করুন …..দরকার হলে তাদের পরামর্শ গ্রহণ করুন এবং নিজের মনকে জিজ্ঞাসা করুন যে আপনি একটি গাঁজা সেবনকারী ব্যক্তির সঙ্গে সুখী থাকতে পারবেন কিনা এবং সে যদি সত্যিই মাঝে মাঝে গাঁজা খায় তাহলে নিজেকে জিজ্ঞেস করুন……. মাঝে মাঝে গাঁজা খেলে আপনি সেই গুলি মেনে নিতে পারবেন কিনা ,কারণ প্রত্যেকটি নেশা করার পরেই একটা তার সাইড এফেক্ট থেকে থাকে ….সেগুলো আপনার জীবনে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে বিয়ে করুন।

মানুষটিকে যদি আপনি সত্যিই পেতে চান তাহলে আপনি বিয়ে করতেই পারেন ।কিন্তু বিয়ে করার জন্য অন্যের পরামর্শ নিয়ে বিয়ে করার পরে তারপরে তাকে দোষারোপ করা একেবারেই উচিত হবে না এমত পরিস্থিতি তে।

Azim
azim
301 Points

Popular Questions