Answered 3 years ago
এটা কেমন প্রশ্ন? যার যার দেশের কারেন্সি শুধুই তারাই তা ছাপাতে পারে। তবে কিছু ক্ষেত্রে নিজেদের ছাপাখানার অপ্রতুলতার কারণে বিদেশ থেকে ছাপিয়ে আনা হয়।
বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বা টাকশাল স্থাপন করার আগে ইংল্যান্ড স্পেন সুইজারল্যান্ড থেকে টাকা ছাপিয়ে আনতো।
যেখানেই ছাপানো হোক না কেন ডলার আমেরিকার কারেন্সি। সে কারেন্সির দায়ভারও তাদের উপর অর্পিতা।
salmon publisher