যারা বিয়ে করতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী ?

1 Answers   12.9 K

Answered 2 years ago

খুবি মজার প্রশ্ন ছিল। বিয়ে করতে যারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি।

বিয়েটা হল শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার মতো। গোসলের পূর্বে ভরা বালতি বা পুকুরের পাড়ে কিছু সময় ঝিম মেরে বসে থাকার মতো। গায়ে পানি ঢালার আগে পায়ে পানি ঢেলে নেন দেখেন সহ্য করতে পারেন কিনা। ভয়ে ভয়ে যখন গোসলটা সেরে ফেলেন তখনি আসল মজাটা উপভোগ করা যায়। ঠিক বিয়েটাও একি রকম।

যারা বিয়ে করনে নাই তাদের কে বলব বিয়েটা করে নেন। এতো এক নতুন জীবন পাবেন সেই সাথে জিনা থেকে মুক্তি পাবার অনেক সুযোগ আল্লাহ করে দেবেন আপনাকে।

সুতরাং সামর্থ থাকলে তারাতারি বিয়ে করাই উত্তম।

Nazma Akter
nazmaakter
205 Points

Popular Questions