যাদের আদি বাড়ি বাংলাদেশে কিন্তু তারা ভারতের বিখ্যাত মানুষ এমন মানুষের ছবি দিতে পারবেন?

1 Answers   11 K

Answered 2 years ago

বাংলাদেশে জন্ম অথবা আদি নিবাস এমন ভারতীয় বিখ্যাত ব্যক্তিগণ হলেন

শ্রেয়া ঘোষাল — উপমহাদেশের জনপ্রিয় এই গায়িকার আদি নিবাস বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায়।

শ্রাবন্তী চ্যাটার্জি — ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী আদি নিবাস বরিশাল জেলায়

সুস্মিতা সেন — বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর আদি নিবাস বরিশালে।

জয়া বচ্চন — ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা এই অভিনেত্রীর আদি নিবাস ময়মনসিংহ জেলায়।

মিঠুন চক্রবর্তী — এই অভিনেতার জন্ম বরিশাল জেলায়।

কিশোর কুমার — এই জনপ্রিয় সঙ্গীতজ্ঞের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়

এস.ডি বর্মন — এই বিখ্যাত সঙ্গীতজ্ঞের জন্ম কুমিল্লা জেলায়।

Ritu Khatun
ritukhatun
336 Points

Popular Questions