যশোরে ঘুরে দেখার মত দর্শনীয় জায়গাগুলো কী কী?

1 Answers   11.1 K

Answered 3 years ago

মাসরুফ ভাইয়ের লেখা পড়ে একটা লেখা ভাগ করে নিতে ইচ্ছা হলো। প্রায় দশ বছর বয়সে ডায়েরি লেখা শুরু করি। বিভিন্ন পেপার কাটিং, লেখার নকল সব মিলিয়ে একটা আধা-পত্রিকা, আধা-ডায়েরি মতন করেছিলাম। পড়ে কলেজে পড়াকালীন জানতে পারি, সেটা ছিল স্ক্র্যাপবুক। যাই হোক, তাতে আমার মায়ের একটা লেখা নকল করে রেখেছিলাম। সে সাগরদাঁড়ি গিয়েছিল আমার ধরাধামে আগমনের বহু আগে।


সাগরদাঁড়ি দর্শনের দিন-ক্ষণ-কাল


আনসারী বেগম ডলি

সংগ্রহ ও সম্পাদনা: আহমেদ আতিফ আবরার


আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে এক ভূস্বামী পরিবারে তিনি জন্মেছিলেন ১৮২৪ সালের ২৫ জানুয়ারি। প্রতিভাধর এই কবিকে স্থানীয়রা কেউ বলে 'মধু কবি'; কেউ বলে 'মাইকেল'।

১৯৭১ সালের ২৫ জানুয়ারি পাকিস্তানের কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক বিভাগকে দত্তবাড়ি হস্তান্তর করা হয়। এই দিনে সাগরদাঁড়িতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তির ব্যবস্থা ছিল। ঐ বছর পুরাকীর্তি বিভাগ বাড়িটির পুনর্নির্মাণ শুরু করে। সাগরদাঁড়ির দর্শনীয় বিষয় দত্তবাড়ির দক্ষিণ পাশেই অবস্থিত মধু কবির আবক্ষ মূর্তি। যশোরের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এই মূর্তিটি নির্মাণ করে।

কিন্তু কবির চেহারার সঙ্গে এর সাদৃশ্য নেই।


কবির বাণী


"দাঁড়াও, পথিক-বর, জন্ম যদি তব

বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধিস্থলে

(জননীর কোলে শিশু লভয়ে যেমতি

বিরাম) মহীর পদে মহানিদ্রাবৃত

দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন!

যশোরে সাগরদাঁড়ী কবতক্ষ-তীরে

জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি

রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী!"


(সমাধি-লিপি)


"নিজাগারে ছিল মোর অমূল্য রতন

অগত্যা; তা সবে আমি অবহেলা করি,

অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ,

বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী।

কাটাইনু কতকাল সুখ পরিহরি,

এই ব্রতে, যথা তপোবনে তপোধন,

..."


(কবি-মাতৃভাষা)

...............................….......................................

রচনাকাল:

২৪ ফেব্রুয়ারি, ১৯৯০ খ্রিষ্টাব্দ

১২ ফাল্গুন, শুক্রবার, সকাল ১১.৩০ মিনিট


(বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি বানান-অভিধান (২০১৫) অনুসৃত হয়েছে)


Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions