Answered 3 years ago
এককথায় বলতে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। মরুভূমির বালি গরম হয়ে বাতাসকে গরম করে। সেই গরম হাওয়ার প্রবাহ কোনো অঞ্চল বা কোনো দেশ এমনকি বিশ্বেরও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। মরুভূমি নিজে উত্তপ্ত হয়ে অন্য জায়গার বর্ষাকে ডেকে আনে। বালি খুব তাড়াতাড়ি গরম হয় আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জলবায়ু এবং আবহাওয়াও সেভাবে গঠিত হয়। এবার সেই বালিকে ঢাকা দিয়ে যদি অন্য কোনো পদার্থ বসানো হয় স্বাভাবিকভাবেই আবহাওয়া-জলবায়ুর উপর তার প্রভাব পড়বে। সোলার প্যানেল সিলিকন ওয়েফার, কাচ ও ধাতব অংশ দিয়ে তৈরী তার তাপ পরিবহণ ধর্ম বালির চেয়ে ভিন্ন। সুতরাং প্রাকৃতিক ভারসাম্য তো নষ্ট হবেই।
asbankhan publisher