Answered 2 years ago
মানুষের পেটে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়। সুতরাং এটি লোহাকে ক্ষয় করতে পারে। তবে তার ঘনত্ব এতই কম যা শুধু জৈব যৌগ সমূহ কে হজম করতে পারলেও লোহাকে খুবই কম ক্ষয় করে।
সুতরাং লোহা মানুষের পেটে হজম তেমন একটা হয় না। তবে হ্যাঁ, হাঁস কিংবা কিছু প্রাণী, তাদের পেটে অতিমাত্রায় এসিড থাকায় তারা লোহা থেকে শুরু করে স্বর্ণ পর্যন্ত হজম করতে পারে, যা মানুষের চেয়েও দ্রুত।
আর সেহেতু স্টেপলার পিনটি পেটের ভিতর অক্ষত থাকবে বলেই ধরা যায়। এখন এতে সমস্যা হবে কিনা কিংবা কি ধরনের সমস্যা হবে তা নির্ভর করবে স্টাপলার পিন এর সাইজ এবং আকৃতির উপর। যেমন সাধারণ অবস্থায় স্টেপলার পিনগুলা যদি নিচের ছবির মত আকৃতিতে থাকে তবে তাতে পেটের খাদ্যনালীর আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তা মল এর সাথে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
তবে পিনগুলোর প্রান্ত ৯০° থাকে, নিচের ছবির মত, তবে খাদ্য নালীর আঘাত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আর যদি পিনের দুই প্রান্ত ১৮০° থাকে, তবে পেটে আটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এক্ষেত্রে খাদ্য নালীতে আঘাত লাগতে পারে। আবার মলের সাথে বেরিয়ে যাবার সম্ভাবনা তখনো থাকে।
বুঝতেই পারছেন, কোনো বস্তু পেটে আটকে যাবে, নাকি বেরিয়ে যাবে, তা নির্ভর করে বস্তুর আকার এবং আকৃতির উপর। তবে যদি বস্তুর কোনো প্রান্ত ধারালো বা সূচালো না হয় এবং আকার যদি ১ থেকে দেড় সেন্টিমিটার এর ভিতরে হয়, তবে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বস্তুর আকার বড় হলে খাদ্যনালী সাময়িক বন্ধ হয়ে গিয়ে পেটব্যাথা হয়তে পারে।
dorududdin publisher