Answered 3 years ago
আমি এই চিন্তাটা কয়েক বছর যাবৎ করেছিলাম। সবকিছুর শেষে সমস্যা একটাই পেয়েছি নিরাপত্তা। মেয়েদের জীবনে একটা নিরাপদ আশ্রয়ের মূল্য অনেক। অনেক আত্মীয়ের বাড়িতেও মেয়েরা অনিরাপদ আর এই নিষ্ঠুর স্বার্থপর দুনিয়াতে তো একা একটি মেয়ে ভয়ংকর পরিস্থিতি। কোনো মেয়ে একবার ঘর থেকে বের হয়ে গেলে ঘরে আর সেই জায়গাটি থাকে না। অনেক সময় সমাজও স্বাভাবিকভাবে মেনে নেয় না। তাই ভুলেও হারিয়ে যাবেন না। বাড়ির পরিস্থিতির চেয়ে বাইরের দুনিয়া আরো কঠিন। মেয়েরা চাইলেই মানিয়ে নিতে পারে। শ্বশুরবাড়িতে হাজার লাঞ্ছনা অপমান কটূক্তি নির্যাতন সহ্য করে লাখো মেয়ে থাকে। আপনিও একটু সহ্য করে নিলে নিজের বাড়িতে থাকতে পারবেন।
বাড়িতে থাকার উপায় নেই কেনো জানতে পারলে ভালো হতো। আত্মীয় স্বজন কি নেই? কারো কাছে গিয়ে কয়েকদিন থেকে আসলে ভালো হবে।
rumman publisher