যখন কাউকে দেওয়ার মতো কিছু আর থাকবে না, তখন আমাদের কী হবে?

1 Answers   6.9 K

Answered 3 years ago

যখন কাউকে দেওয়ার মতো কিছু থাকবেনা তখন অন্যের কাছে নিতে হবে, নেওয়ার পর সেটার কিছু অংশ নিজের জন্য রেখে ( কারণ নিজেকে ও বাঁচতে হবে ) বাকিটা আবার দিয়ে দিতে হবে ( ঋনং কৃত্যাঙ ঘৃতঙ্গ পৃবেত, যাবৎ জীবেত সুখং জীবেত, চার্বাক দর্শন )। এরপর অন্য একজনের কাছে নিয়ে প্রথমজনের ধার মেটাতে হবে , তারপর অন্য একজন, তারপর আর একজন। এইভাবে দেওয়া নেওয়ার চক্র চলতে থাকবে। এভাবে একসময় চিট ফান্ড চলতো। তারপর চিট ফান্ডের লাল বাতি জ্বলে যেত। অনুরূপভাবে এক্ষেত্রেও লালবাতি জ্বলবে।

তবে এই অবস্থা টা ব্যক্তির ক্ষেত্রে হলে তাও চলে কিন্তু সমষ্টির ক্ষেত্রে হলে একটু মুশকিল এই যা কিন্তু একটা কথা ঠিক, এই অবস্থায় পড়লে সংসারের অসারস্ত্ব সম্যকভাবে বোঝা সম্ভব। তবে সম্ভবত আমি এখনো এই অবস্থায় পড়িনি। কারণ কাউকে দেওয়ার মতো কিছু না থাকলে তো উত্তর টা ও দিতে পারতুম না।


Niloy Rana
niloyrana
460 Points

Popular Questions