Answered 3 years ago
একেকটা মেজিক চুলা সাধারণত 2000 ওয়াট বা 2 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে৷ যদি এই চুলা সর্বাধিক ক্ষমতায় এক ঘন্টা চালানো হয়, তবে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ E হলে,
E= 2 kWt × 1 hour= 2 kwt hr= 2 unit.
[বিদ্যুৎ শক্তির একক ইউনিট৷ 1 কিলোওয়াট ক্ষমতার কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হয়, তাকে 1 ইউনিট বলে৷]
এক ইউনিট বিদ্যুতের দাম (ধরি p) কত? খুব সম্ভবত p= 5 tk.
মাসে কতক্ষণ এটি ব্যবহার করছেন, সে সময়ের পরিমাণ t ঘন্টাা হলে,
মাসিক মোট খরচ = E × p × t
তবে অধিকাংশ সময় ম্যাজিক চুলায় সর্বাধিক ক্ষমতা না ও দরকার হতে পারে৷ সচরাচর 1000 ওয়াট থেকে 1500 ওয়াটেই আমাদের রান্না সম্পন্ন হয়ে যায়৷ সেক্ষেত্রে E= 1 kWt থেকে 1.5 kWt হতে পারে৷
এভাবে নিজেই হিসাব করুন আপনি কত টাকা খরচ করছেন৷
Sagor Ahmed publisher