মোবাইল ফোনের কিছু স্বল্প পরিচিত অথচ প্রয়োজনীয় অ্যাপ কী?

1 Answers   14.3 K

Answered 3 years ago

নিচের ৪ টা অ্যাপ হয়তো অনেকেই চিনে না কিন্ত আমার অনেক কাজে লাগেঃ

১. Blokada - এত সুন্দর লাইটওয়েট, কম র‍্যাম ইউজ করে এমন এডব্লকার আর পাইনি।

২. Video Compressor - মোবাইল ডাটা ইউজার হিসেবে ভিডিও শেয়ারিং নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। সে ঝামেলার সমাধান এই অ্যাপ। কোয়ালিটি ঠিক রেখে বিট রেট কমিয়ে সাইজ কমিয়ে দেয়।

৩. Videoder - ইউটিউব, ফেবু যেকোন জায়গা থেকে ভিডিও ডাউনলোডের সুন্দর সমাধান এই অ্যাপ।

৪. CppDroid - বাংলাদেশে কলেজে সি প্রোগ্রামিং শেখানো হয়। বলা বাহুল্য, অধিকাংশের উইন্ডোজ ব্যাবহার করার সামর্থ নেই। কিন্ত হাতে তো একটা স্মার্টফোন আছে। এটা দিয়েও যে প্রোগ্রামিং করা যায় তা অনেকের ধারণার বাইরে। এই অ্যাপটা নামিয়ে নিলেই হয়।

আর কুয়েরা তো অবশ্যই! এটাও বাংলাদেশে তেমন জনপ্রিয় না।


Shovo Kumar
shuvokumar
365 Points

Popular Questions