মোবাইল নম্বর-এর লোকেশন জানার কার্যকরী অ্যাপ কোনটি?

1 Answers   7.8 K

Answered 3 years ago

আপনি গুগল ম্যাপস এ্যপটি ব্যবহার করতে পারেন। এ ছাড়াও আছে লাইফ ৩৬০। এমনকি ফেসবুক দিয়েও নজরদারি চালানো সম্ভব। কিন্তু গোপনে কাউকে অনুসরণ করতে চাইলে পারবেন না। কোন এ্যপ এই সুবিধা আপনাকে দেবে না। যদি আপনি আইনী কোন সংস্থা হন, তাহলে আপনি এই জাতীয় এ্যপ ব্যবহারই করবেন না।

এবার বলি কীভাবে এই এ্যপগুলি ব্যবহার করবেন। গুগল ম্যাপসে আপনার উদ্দিষ্ট ব্যক্তিকে ফোন করে বলুন তার "লোকেশান শেয়ার" করতে। বাঁ দিকের উপরের কোনায় যে তিনটি দাগ বিশিষ্ট হ্যামবার্গার মেনুটি আছে তার উপর থেকে চতুর্থ আইটেমটি হল লোকেশান শেয়ারিং। এই লোকেশান শেয়ারিং করতে গেলে কার সাথে শেয়ার করা হবে তার সম্বন্ধে জানতে চাইবে এ্যপটি। কিভাবে জানাতে চান, তাও চাওয়া হবে (হোয়াটসএ্যপ, না এসেমেস, নাকি ইমেল) এইটুকু দিয়ে দিলেই উদ্দিষ্ট ব্যক্তির গুগল ম্যাপসে ফুটে উঠবে এই দ্বিতীয় ব্যক্তির "লোকেশান", অবশ্য লোকেশানের লিঙ্কটি ব্যবহার করবার পর।

প্রায় একই রকম ভাবে, লাইফ ৩৬০ এ্যপটি ব্যবহার করে আপনি যার লোকেশান জানতে চান তাকে একটি এসেমেস করতে হবে। এই এসেমেসটির বক্তব্য হল "অমুক আপনার লোকেশান জানতে চাইছেন। আপনি কি তাকে লোকেশান জানাতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হন তাহলে লিঙ্কটি ক্লিক করুন।" লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে লাইফ ৩৬০ তার ফোনেও ইনস্টল হয়ে যাবে। যতক্ষণ এই এ্যপটি তার ফোনে থাকছে ততক্ষণ আপনি তার গতিবিধি লক্ষ্য করতে পারবেন।

পরিষ্কার ভাবে না হলেও, ফেসবুকেও গতিবিধির নজর রাখা যায়। সেক্ষেত্রে ফেসবুকের মেনুতে "লোকেশান" সুইচটি অন থাকতে হবে। উদ্দিষ্ট ব্যক্তি আপনার কাছাকাছি থাকলে আপনি "অমুক আপনার কাছাকাছি আছে" এই রকম একটি নোটিফিকেশান পাবেন।

পরিশেষে বলি, উদ্দিষ্ট ব্যক্তির ফোন "হ্যাক" করে তাতে যদি জি পি এস অবস্থান জানাবার কোন সফটওয়্যার লোড করে দেওয়া যায় গোপনে, তাহলে কিন্তু সবসময়ের জন্য তার উপর নজর রাখা যায়। তবে তা বেআইনী। তাই তার পরামর্শ দেব না।


Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions