মোবাইল ধরলেই স্ত্রী ভীষণ বিরক্ত হয়। এর থেকে বাঁচার উপায় কী বা এর সমাধান কী?

1 Answers   9.1 K

Answered 3 years ago

মোবাইলের ওয়ালপেপার হিসেবে স্ত্রীর ছবি দিয়ে রাখুন। এর পর আপত্তি করলে বলবেন তোমার ছবিটা দেখতে ইচ্চা করছিল, তাই ফোন হাতে নিয়েছি।

অথবা আপনার স্ত্রীকেও ফোন ব্যাবহারে আগ্রহী করে তুলতে পারেন। দুজনে মিলে কোন মুভি বা নাটক দেখতে পারেন।

তবে শেষ কথা হল, বেশি ফোন ব্যাবহার না করায় ভাল। ওই সময়টা স্ত্রীর সাথে কাটান। কিছু সুন্দর স্মৃতি তৈরি করুন যেটা বার্ধক্যে মনে করে আনন্দ পাবেন।


Saifullah
saifullah
264 Points

Popular Questions