Answered 3 years ago
মোবাইল চার্জিং অবস্থায় আল্ট্রা ব্যাটারী পাওয়ার সেভিং মোড অন করলে চার্জ দ্রুত হয় এটা সঠিক। কারণ আল্ট্রা ব্যাটারী পাওয়ার সেভিং মুড অন থাকলে মোবাইল স্বয়ংক্রিয় ভাবে অন্যান্য অ্যাপ গুলো বন্ধ করে দেয়, শুধু যেগুলো প্রয়োজন সেই অ্যাপ গুলো চালু থাকে। এতে করে অন্যান্য অ্যাপ গুলো ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারে না। এতে আপনার ফোন দ্রুত চার্জ হয়।
ujjolahmed publisher