মোবাইলে ১০০ শতাংশ চার্জ পূর্ণ হওয়ার পরও অনেকক্ষণ চার্জ দেওয়া চালু রাখলে কী হয়?

1 Answers   2 K

Answered 3 years ago

চার্জ রেসিস্টিং টেকনলজি আছ না! ঠেকায়ে দিবে এসি কারেন্ট। তবে কোন টেকনজিই সম্পূর্ণভাবে নিখুঁত না। তাই কিছু অল্প ব্যাটারির উপর চাপ পড়বে। তবে আমার ফোনে আরেকটা বিল্ট ইন সফটওয়্যার পেয়েছি। সেটা চার্জ অপটিমাইজ করে, যে সময়টা দীর্ঘক্ষণ চার্জে রাখি সেটা অ্যানালাইসিস করে সেই সময় ধীরে চার্জ নেওয়া অন করা যায়। সেই সফটওয়্যার দাবি করে ১০ ঘন্টার অধিক ফোন চার্জে রাখলে ব্যাটারির আয়ু কমতে থাকে।


Telha Setu
talhasetu
359 Points

Popular Questions