মোবাইলে "হটস্পট" দিনে ৬-৭ ঘন্টা অন করে রাখলে মোবাইলের কী কী ক্ষতি হতে পারে?

1 Answers   14.1 K

Answered 3 years ago

মোবাইলে "হটস্পট" দিনে ৬-৭ ঘন্টা অন করে রাখলেঃ

১. মোবাইলের ব্যাটারী দ্রুত শেষ হবে।

২. ব্যাটারীর ওপর চাপ পরবে।

৩. দ্রুত ইন্টারনেট শেষ হয়ে যাবে।

৪. মোবাইল গরম হয়ে যাবে।

৫. যদি কম ক্ষমতাসম্পন্ন মোবাইল হয় তাহলে তার আয়ু কমে আসবে।

Abdullah all Nafi
abdullahalnafi
261 Points

Popular Questions