Answered 3 years ago
মোবাইলে প্রগ্রামিং করা আসলেই বেশ ঝামেলার। তবে আমি এখন পর্যন্ত মোবাইলেই করছি। আমিও আগে ভাবতাম যে মোবাইলে কোড করা সম্ভব না । কিন্ত যেদিন Cpp Droid [1]অ্যাপটা পাই সত্যিই অবাক হয়েছিলাম। এটার ইউয়াই কোডব্লকস থেকে খুব বেশি আলাদা না। সাথে কোড এনালাইসিস , নেভিগেশন, এক্সাম্পল, টিউটোরিয়াল ইত্যাদি র কারণে এটা আমার বেস্ট মনে হয়েছে। তবে কোড লেখার জন্য যেসব চিহ্ন দরকার হয় সেগুলো জেন সহজেই টাইপ করা যায় এমন কিবোর্ডও দরকার।
Jannati Khatun publisher