মোবাইলে সি প্রোগ্রামিং কোড রান করার জন্য সবচেয়ে ভালো সম্পাদক (এডিটর) কোনটি?

1 Answers   7.8 K

Answered 3 years ago

মোবাইলে প্রগ্রামিং করা আসলেই বেশ ঝামেলার। তবে আমি এখন পর্যন্ত মোবাইলেই করছি। আমিও আগে ভাবতাম যে মোবাইলে কোড করা সম্ভব না । কিন্ত যেদিন Cpp Droid [1]অ্যাপটা পাই সত্যিই অবাক হয়েছিলাম। এটার ইউয়াই কোডব্লকস থেকে খুব বেশি আলাদা না। সাথে কোড এনালাইসিস , নেভিগেশন, এক্সাম্পল, টিউটোরিয়াল ইত্যাদি র কারণে এটা আমার বেস্ট মনে হয়েছে। তবে কোড লেখার জন্য যেসব চিহ্ন দরকার হয় সেগুলো জেন সহজেই টাইপ করা যায় এমন কিবোর্ডও দরকার।

Jannati Khatun
Jannati Khatun
570 Points

Popular Questions