মোবাইলে ডিস লাইন দিয়ে টিভি দেখা যাবে কি?

1 Answers   5.7 K

Answered 3 years ago

প্রশ্ন টা করার জন্য ধন্যবাদ। কিছু দিন আগে এক ধরনের মোবাইল মার্কেটে আসছিল তা দিয়ে বিটিভি দেখা যেতো। এই মোবাইল দিয়ে আবার ডিস লাইনের কাছে গেলে ডিসের বিভিন্ন চ্যানেল আসতো। মোবাইলটি ছিলো ইরিয়াল যুক্ত। তবে এই ধরনের মোবাইল এখন আর মার্কেটে দেখা যায় না। আর বর্তমান সম্রাট ফোনে otg tv card বা DVB T2 নামে একধরনের ডিভাইস কানেক্টেড করে ফ্রিতে ডিস লাইনের চ্যানেল গুলো দেখা যায়। এবং ডিস লাইন থেকে রাউটার লাগিয়ে ওয়াই-ফাই চালানো যায়।


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions