Answered 3 years ago
নোটিফিকেশন বারের সিংক (Sync) অপশনটি ব্যাবহার করে আপনি আপনার ফোনের বিভিন্ন জিনিস যেমন কনট্যাক্ট, মেসেজেস, সেটিংস ইত্যাদি নিচের ছবির মতো বিভিন্ন তথ্য গুগল অ্যাকাউন্ট বা অন্যন্য অ্যাকাউন্টএ সেভ করে রাখতে পারবেন। সিংক অপশন চালু থাকলে যখনি আপনি কোন তথ্য যেমন ধরেন কোন নাম্বার সিমে সেভ করলেন তখন সাথে সাথেই সেই নাম্বার আপনার গুগল অ্যাকাউন্টেও সেভ হয়ে যাবে। ফলে আপনি যেকোন সময় যেকোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করে এসব তথ্য দেখতে পারবেন। তাই ফোন হারিয়ে গেলেও সমস্যা হবে না।
কিন্ত এর কিছু অসুবিধাও আছে। যেমন মোবাইল ডাটা ইউজার হয়ে থাকলে বড় বড় ফাইল সিংক হওয়ার সময় প্রচুর ডেটা খরচ হবে। তাই আমি ড্রাইভ সিংক অফ করে রেখেছি।
oditikhan publisher