মোবাইল-এর সামনে চুম্বক আনলে কী হবে?

1 Answers   1.6 K

Answered 3 years ago

মোবাইল একটি গুনী ডিভাইস যার গুনের কোনো অন্ত নেই।

কিন্তু তাই বলে যে যার তার সাথে এর তুলনা করা নিছক হাস্যকর।

চুম্বক বা ম্যাগনেট যেটি বলেন মোবাইলের সামনে কিংবা পিছনে যেখানেই আনেন না কেন এর প্রভাব কিছুই আসবে না।

তবে হ্যা যদি চুম্বকের পাহাড়ে আপনি মোবাইল নিয়ে যান তাহলে এর উপর কিছুটা প্রভাব পড়বে।

যেমন এর ম্যাগনেটিক ফিল্ড মোবাইলের নেটওয়ার্ক ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটাবে, ব্লুটুথ ঠিকমত কাজ করবে না। ইত্যাদি।

Nahid Hasan
thenh
598 Points

Popular Questions