মেয়ে লম্বা হলে স্ত্রী হিসেবে কেমন হবে?

1 Answers   5 K

Answered 2 years ago

খুব বেশি সুন্দরী বা খুব বেশি খারাপ চেহারার মেয়েদের বিয়ে করলে সারাজীবন আফসোস করবেন। তারা তাদের চিন্তা করুক কিন্তু জীবন আপনার। একটা মেয়ে যদি খুব বেশি সুশ্রী হয় তবে আপনাকে তার পাশে মানাতে নাও পারে। যার ফলে আপনি সারাজীবন ইনসিকিউরিটি ফিল করতে পারেন। মেয়েটা পরকীয়ায় জড়িয়ে পড়তে পারে। এরকম হয়েছিলো আমার এক দূর সম্পর্কের মামার ক্ষেত্রে। মামা খাটো, মোটা, চেহারা ভালো না। বিয়ে করেছে লম্বা, ফর্সা ও খুবই সুন্দরী মহিলার সাথে। দুজনকে একদম মানাতো না। মহিলাকে ছোট বেলা থেকেই দেখতাম পাড়া প্রতিবেশী সব ছেলেগুলা বাসায় এসে ভাবী, আন্টি, আপু এসব বলে আড্ডা দিতো। উনিও নাস্তা খাওয়াতো, টিভি দেখতো, গল্প গুজব করতো। ছেলেগুলা খুব জ্বালাতো বাসায় এসে। পরকীয়া কিনা জানি না তবে মামাকে দেখতাম গাল ফুলিয়ে রাখতো। এখনো দুজন একসাথেই আছে। হয়তো ভালোই আছে দুজনে কিন্তু ছোটবেলায় সেই মামাকে দেখতাম বাসায় ছেলেরা মামীর সাথে গল্প করলেই গাল ফুলিয়ে বেজার হয়ে থাকতো। এবার যদি খারাপ চেহারার মেয়েকে বিয়ে করেন সেখানেও বেজার হয়ে বসে থাকতে হবে এবং অন্য মেয়েদের প্রতি বেশি আকর্ষন হবে। এদিক, সেদিক উকি দিতে পারেন। এটা ঘটেছে আমার এক চাচাতো ভাইয়ের সাথে। ভাইটা বিয়ে করেছে একেবারে গরীব এক মেয়েকে। মেয়েটার চেহারা ছবি ভালো না। ভাইটা সারাক্ষন মুখ বেজার বা মন খারাপ করে থাকে। বাসায় তার যেতে ইচ্ছে করে না। এই বিয়েটা সে করেছে নিজের মাকে দেখাশুনা করানোর জন্য। গরীব মেয়েরা সাংসারিক হয় বলে চেহারার দিকে তাকায় নি। ঠিকই সাংসারিক মেয়ে পেয়েছে কিন্তু চেহারা ভালো না হওয়ায় ভাইটা সংসারে মন দিতে পারে না। বাসাতেই নাকি যেতে মন চায় না। কে জানি কয় দিন টিকে সংসার। হয়তো এভাবেই চালিয়ে যাবে। তাই, বিয়ের ক্ষেত্রে নিজেকে প্রথমে আয়নায় দেখুন। নিজের সাথে মাননসই মেয়েকে বিয়ে করুন। যদিও অনেকেই লেকচার দিবে যে, চেহারা আসল না। চারিত্রিক গুনাবলী আসল। ঠিক। চারিত্রিক গুনাবলী খুবই গুরুত্বপূর্ন কিন্তু একেবারে বেমানান কাউকে বিয়ে করলে নিজের মন থেকে গ্রহন করতে সমস্যা হবে। তাই প্রথমে দর্শনধারী, এরপরে গুন বিচারী এ কথাটা বিয়ের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য। বিয়ের ক্ষেত্রে আবার শুধু চেহারা দেখলে হবে না। পাত্র বাছাই করতে দেখতে হবে ছেলেটার স্বভাব কেমন। এটা জানতে আশে পাশের প্রতিবেশীদের সাথে কথা বললে জানতে পারবেন। ছেলেটা কত টাকা ইনকাম করে এটা দেখে বিয়ে দিলে মেয়েটা সুখে নাও থাকতে পারে। পাত্রী বাছাই করতে হলে প্রথমেই নিজেকে আগে আয়নায় দেখুন। সেই হিসেবে পাত্রী নির্বাচন করুন। পাত্রী যাতে শিক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে বাচ্চা কাচ্চাগুলোর উপরে এর খারাপ প্রভাব পড়বে। ধার্মিক ছেলে মেয়ে অনেকেই চায় কিন্তু ধার্মিক হলেই যে ছেলেটা বা মেয়েটা মিছকা শয়তান হবে না সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। এমন অনেক মেয়ে আছে বোরকা পড়ে এফেয়ার করে। আবার এমন অনেক ছেলে আছে ধর্মের জন্য নিবেদিত কিন্তু বউ জানে না যে তার আরেকটা বউ আছে অন্য জায়গায়। এরকম ঘটনা ঘটেছে এক ওয়াজ বক্তা ত্বোহার সাথে। তাকে খুজতে পুলিশ ২য় স্ত্রীর বাসায় উপস্থিত। দেখা যায় ১ম স্ত্রী জানেই না যে তার ২য় স্ত্রীও আছে। এই অবস্থা এখন সমাজে। তাই ধর্ম কর্ম একটা সীমার মধ্যে করে সেটা ঠিক আছে কিন্তু বেশি করে দেখলে বুঝবেন ভিতরে শয়তানিতে ভরা। দেখবেন, এগুলাই বেশি পাপ করে, বেশি অপরাধ করে বলেই ধর্ম নিয়ে বেশি থাকে। তাই খুব সাধারন অন্য দশজন যেভাবে ধর্ম কর্ম পালন করে সেভাবেই মেনে চলে এমন ছেলে মেয়ে হলেই ভালো।
karshed Ahmed
karshedahmed
212 Points

Popular Questions