Answered 3 years ago
মেয়েদের সাজগোছ বিবর্তনীয় কৌশল। বাড়িওয়ালা বাড়ি করবে কিন্তু ভাড়াটিয়া রাস্তা থেকে ডেকে আনবে না। বরং টুলেট টানাবে ভাড়াটিয়ারা এসে বাড়ি দেখে যাবে।
তেমনি মেয়েরা সেজেগুজে নিজেদের আকর্ষনীয় করবে। কিন্তু ছেলেদের ডেকে আনবে না। ছেলেদের আকৃষ্ট করার জন্যে তারা মেকআপই করেছে। এখন অজ্ঞান ছেলেদের কাজ মেয়েদের শিকারে পরিনত হওয়া।
তবে সবসময় যে মেয়েরা সচেতনভাবে ছেলে আকৃষ্ট করার জন্যে সাজবে তা নয়। তবে এটা তাদের একটা অস্ত্র। বিবাহিত মেয়েরা অস্ত্র দিয়ে শিকার ধরে না বটে তবে সামরিক মহড়া দেয়।ধন্যবাদ
nazninahmed publisher