Answered 2 years ago
আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে আপনি বলতে চেয়েছেন মেয়েরা সাধারণত একজন ছেলের মধ্যে কোন ধরনের গুণ পছন্দ করে? হয়তো আপনি কারো মন জয় করতে সেই গুণ গুলো আয়ত্ত করতে চায়ছেন, এটা আমার ধারণা মাত্র, আপনার সাথে নাও মিলতে পারে তবু আমি এই হিসেবেই উত্তর টা দেওয়ার চেষ্টা করবো।
একজন মেয়ে হিসেবে তারা যে বৈশিষ্ট্য গুলো পছন্দ করে বলে আমি মনে করি তাই লিখবো, হয়তো সবার সাথে নাও মিলতে পারে তবু একটু ধৈর্য নিয়ে পড়ুন।
১) মেয়েরা সাধারণত এমন একজন কে পছন্দ করবে যে তার সব কথা মনোযোগ দিয়ে শুনবে এবং সেই কথা গুলো বুঝতে চেষ্টা করবে।
২) এমন মানুষকে মেয়েরা বেশি পছন্দ করে যারা সাধারণত দায়িত্বশীল হয়, অর্থাৎ দায়িত্ব নিয়ে যেকোন ছোট - বড় কাজ সামলাতে পারে।
৩) এমন মানুষ কে মেয়েরা পছন্দ করে যে তার জন্মদিন এর কথা টা মনে রাখে ।
৪) মেয়েদের ছোট- খাটো চাওয়া, ইচ্ছে, শখ এইগুলো কে গুরুত্ব দিলে মেয়েরা অনেক খুশি হয়।
৫) তাদের সম্মান দেওয়া, কেয়ার করা এইগুলো তারা অনেক পচ্ছন্দ করে।
৬) সত্য কথা বললে সহজে মেয়েদের বিশ্বাস অর্জন করা যায়, তাই বিশ্বাসী হওয়াটা মেয়েরা পচ্ছন্দ করে।
৭)প্রশংসা করাটা মেয়েরা অনেক পচ্ছন্দ করে। যেমন ঃমেয়েদের হাসির প্রশংসা করা
৮) মেয়েরা কিন্তুু বাচ্চাদের অনেক পচ্ছন্দ করে, কারণ মেয়েরা তো মায়ের জাত
৯) মেয়েরা গিফট পছন্দ করে। সেইটা দামি হতে হবে এমন কোনো কথা নেই। সেইটা হতে পারে কাচের চুরি, নুপূর ইত্যাদি।
একজন মেয়ের সাথে বন্ধুর মতো মিশতে হয়, তার মন বুঝার চেষ্টা করতে হয়, বিপদে -আপদে পাশে থাকতে হয় তাহলে সহজে যে কারো মন জয় করা যায়।
mimiislam publisher