মেয়েরা খারাপ ছেলেদের সাথে প্রেম করে কেন? যারা ভদ্র ধরনের ছেলে তাদের পাত্তা দেয় না কেন?

1 Answers   6.2 K

Answered 2 years ago

    ভদ্র ছেলেরা ভীতু প্রকৃতির হয়ে থাকে। মেয়েরা সাহসী ছেলে পছন্দ করে।
    ভদ্র ছেলেরা মেয়েদের শারীরিক চাহিদা পূরণ করতে অপারগ।
    ভদ্র ছেলেরা লজ্জা বেশি পান। মেয়েরা লজ্জাহীন ও আত্মবিশ্বাসী পুরুষ পছন্দ করেন।
    প্রেমের ক্ষেত্রে ভদ্র ছেলেরা মেয়েদের কিস, আদর বা ফোরপ্লে করতে ভয় পান, যেটা (ফোরপ্লে ও রোমান্স) নারীরা অত্যধিক চান।
    প্রেমের ক্ষেত্রে এক ধরনের কামের চাহিদা থাকে, ভদ্র ছেলেরা মেয়েদের এটি যোগান দিতে পারে না।
    প্রেমের ক্ষেত্রে খোলামেলা ও সেক্সসুয়াল কথা না বললে নারীদের ধরে রাখা মুশকিল। কিন্তু ভদ্র ছেলেরা ললিপপ মার্কা কথা বেশি বলে, তাই নারীরা তাদের এড়িয়ে চলে।
    আরেকটি অন্যতম কারণ হলো তথাকথিত অভদ্র ছেলেরা কথিত ভদ্র ছেলেদের তুলনায় অনেক বেশি প্রতিবাদী, আধুনিক, স্মার্ট, উদার ও প্রগতিশীল চিন্তাধারার অধিকারী হয়ে থাকেন। অধিকাংশ মেয়ে মুখে যতই ধার্মিক ও পর্দাবাদী হোক, প্রেমের ক্ষেত্রে তারা লিবারেল ছেলেই খোঁজে।

Nahema
nahemakhatun
394 Points

Popular Questions