মেয়েরা কেমন স্বামী পছন্দ করে?

1 Answers   11.4 K

Answered 2 years ago

মেয়েরা তেমন স্বামী পছন্দ করে, যে স্বামী…

১। স্ত্রীকে যথাযথ মর্যাদা দেয়ার ক্ষমতা রাখে,

২। স্ত্রীর প্রতি নিজের দায়িত্ব, কর্তব্য পালনে বিন্দুমাত্র অনীহা প্রকাশ করে না,

৩। স্ত্রীর রূপ, সৌন্দর্যের সাথে অন্যের তুলনা করে স্ত্রীকে ছোট করে না,

৪। সর্বশক্তি দিয়ে স্ত্রী কে রক্ষা করার মতো মানসিক প্রস্তুতিতে অবিচল থাকে,

আর,

৫। স্ত্রীর শত দোষ, নিজে নীলকন্ঠ হয়ে হজম করে, তথাপি অন্যের চোখে স্ত্রীর স্থান কে নিচে নামিয়ে আনাকে, অপরাধ মনে করে।

Anwoer Islam
Anwoer
353 Points

Popular Questions