মেয়েদের সাথে কিভাবে স্মার্টভাবে কথা বলা যায়? যেকোনও মেয়ের সাথে কিভাবে কথা বললে, সে আগ্রহী হয়ে উঠবে?

1 Answers   4.9 K

Answered 2 years ago

কী করছ, কেমন আছ জিজ্ঞেস করবেন না। কী করো কোথায় থাকো বাড়িতে কে আছে, এক নিশ্বাসে জিজ্ঞেস করবেন না। ধৈর্য্য ধরুন, ইন্টারভিউ নিতে আসেননি। লেট রিপ্লাই এলে/ না এলে, "ব্যস্ত আছ?" জিজ্ঞেস করবেন না। ব্যস্ত আছে বলেই রিপ্লাই করছেনা। বরং তার প্রোফাইলটা ঘেঁটে দেখুন, তার কীসে ইন্টারেস্ট জানুন। তারপর সেই বিষয় নিয়ে কিংবা কাছাকাছি কোনো টপিক নিয়ে টেক্সট করুন। প্রশ্ন করুন, যেমন আমাকে কেউ আঁকা নিয়ে প্রশ্ন করলে আমার উত্তর দেওয়ার আগ্রহ আসবে, কারণ বিষয়টা আমার আগ্রহের। প্রোফাইল ছবি নিয়ে compliment করে কথা শুরু করা যেতে পারে। সে ধন্যবাদ দিতে বাধ্য। তারপর কথা এগিয়ে নিয়ে যান, পছন্দ অপছন্দ নিয়ে। (যদি ধন্যবাদ না দেয় তাহলে বুঝতে হবে সে আগ্রহী নয়। কিন্তু সেকেন্ড ট্রাই নয়, তাহলে ভাববে মানসম্মান নেই। আরোই পাত্তা দেবে না।) চেষ্টা চালিয়ে যান। জয়গুরু।
Tarik Ahmed
tarik006
344 Points

Popular Questions