মেয়েদের সম্পর্কে এমন কোন আজব তথ্য আছে, যা জানি না?

1 Answers   2.9 K

Answered 3 years ago

মেয়েদেরকে ভোগ্যবস্তু হিসেবে না দেখে, অন্যায় সুযোগ নেবার চেষ্টা না করে, পরিপূর্ণ সম্মানের সাথে নিজের ভাল লাগার কথা জানালে এ পৃথিবীতে খুব কম মেয়েই আছে যে একজন যোগ্য পুরুষের ভালোবাসার প্রস্তাবে না করে দেয়। অতি সাধারণ কিন্তু সর্বৈব সত্য এই তথ্যটি সম্ভবত বেশিরভাগ ছেলেরাই জানেন না। এই নিন, জানিয়ে দিলাম। প্রেম হবার পর আমাকে উপহার হিসেবে বই পাঠাতে ভুলবেন না!


Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions